যে পরিমাপের জ্ঞান থাকলে কাউকে কোন বিষয়ের উপর থিংক-ট্যাংক বা নলেজ-ট্যাংক বলা হয়,সেই পরিমাপের জ্ঞান সবজান্তা আল্লার ছিলনা।এই অজ্ঞাত আল্লাহ যদি পিডিএফ ও ডকস ফাইলের কথা জানতেন তাহলে কোরানের আয়াত পশুর চামড়া,গাছের বাকল,কাঠের টুকরা কিংবা পাথরের ফাইলে সংরক্ষিত করার কথা বলতেন না।
সবজান্তা আল্লার থিংক ট্যাংকের নমুনা দেখুন:
رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً
আল্লাহর নিকট হতে প্রেরিত এক রাসূল, যে আবৃত্তি করে পবিত্র পুস্তিকাসমূহ
[আল কুরআন ৯৮:২]।
যখন সূরা আন্ নিসার ৯৫ নং আয়াত নাযিল হল তখন রাসূলুল্লাহ(ﷺ) বললেন, ‘যায়িদকে ডাকো, সে যেন ফলক, দোয়াত ও হাড় নিয়ে আসে..
আল কুরআন লিপিবদ্ধ ছিল খেজুরের ডাল, হাড়, কাঠফলক, চামড়া ও স্বচ্ছ পাথরে,এই মর্মে হাদিস,,সাহাবিদের মধ্যে যাঁরা কোরআন লিপিবদ্ধ করতেন তাঁদের দুটি শ্রেণি ছিল। একদল যাঁরা আল্লাহর রাসুল (সা.)-এর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। অপর দল যাঁরা স্বেচ্ছাপ্রণোদিত হয়েই তা সংরক্ষণ করতেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবিরা খেজুর গাছের ছাল, পাথর, চামড়া, কাগজ ও হাড়ের ওপর কোরআন লিপিবদ্ধ করতেন। এরপর তা রাসুল (সা.)-এর ঘরে জমা করতেন। কোরআন সংরক্ষণে রাসুল (সা.) মুখস্থ করার পাশাপাশি লিপিবদ্ধ করার ওপরও জোর দেন। ওহি নাজিল হওয়ার পর তিনি বলতেন, ‘এসব আয়াতকে সেই সুরার অন্তর্ভুক্ত করো, যাতে এটা ও এটার উল্লেখ আছে।’ [ইবনে হাজার আসকালানি (রহ.), মুওয়াফাকাতুল খাবারি, খণ্ড-১, পৃষ্ঠা-৪৪] রাসুল (সা.)-এর জীবদ্দশায়ই সম্পূর্ণ কোরআন লিপিবদ্ধ হয়। (আবদুল্লাহ শাহাতা, উলুমুল কোরআন, পৃষ্ঠা : ২১-২২)
এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ বিজ্ঞানময় কোরানের আয়াতকে পিডিএফ ও ডকস ফরমেট না করে পশুর চামড়া,গাছের বাকল,কাঠের টুকরা কিংবা পাথরের ফাইলে সংরক্ষিত করতে গেলেন কেন?তিনি কি পিডিএফ ও গুগুল ডকস সম্পর্কে জানতেন না?