প্রচণ্ড সামুদ্রিক ঝড়ে জাহাজডুবি হচ্ছিল। অর্ধডুবন্ত জাহাজের ভেতরে পানি থৈথৈ করছে। একটু পরই পুরোপুরি ডুবে যাবে। সবাই চিৎকার করে কান্না করছে আর ঠকঠক করে কাঁপছে। এমন সময় জাহাজের ক্যাপ্টেন দৃঢ়কণ্ঠে যাত্রীদের উদ্দেশ্যে বললো:
—প্লিজ ধৈর্য হারাবেন না।
“বিপদে সৃষ্টিকর্তাই বাঁচানেওয়ালা”—যাত্রীদের মধ্যে এই কথা কে সবচেয়ে বেশি বিশ্বাস করেন?
এক দাড়িওয়ালা ব্যক্তি হাত উঁচু করে বললো,
“আমি মনেপ্রাণে বিশ্বাস করি এক আল্লাহই আমাদের বাঁচাতে পারেন।”
ক্যাপ্টেন তাকে বললো, আপনার ‘একিন’ কি লাইফজ্যাকেটের ওপর, না আল্লাহর ওপর?
দাড়িওয়ালাটি জবাব দেয়—আমার তাওয়াক্কুল এক আল্লাহর ওপর।
ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করলো, আপনি কি ‘দোয়া ইউনুস’ মুখস্থ পারেন?
লোকটি উত্তর দিলো— জ্বি হ্যাঁ, পারি।
ক্যাপ্টেন তখন তাকে ধন্যবাদ দিয়ে বললো, আসলে আমাদের একটা লাইফজ্যাকেট শর্ট পড়েছে। আপনি দোয়া ইউনুস পাঠ করতে থাকুন। আর বাকিরা আমার কাছ থেকে ১ টা করে লাইফজ্যাকেট নিয়ে যান।
অণুগল্প : লাইফজ্যাকেট
আবদুল্লাহ আল তারেক