নাস্তিকরা কেন শুধু ইসলামের বিরুদ্ধে বলে?

এদেশের মুসলিমদের বহুল জিজ্ঞেসিত প্রশ্ন

উত্তর: প্রশ্নটিই ভুল। কারণ নাস্তিকরা সব ধর্মের বিরুদ্ধেই বলে। যেমন: ভারতের নাস্তিকরা হিন্দু ধর্মের, ইউরোপের নাস্তিকরা খ্রিস্টান ধর্মের এবং ইসরায়েলের নাস্তিকরা ইহুদি ধর্মের বিরুদ্ধেই বেশি বলে, অর্থাৎ নাস্তিকরা সর্বদা স্থানভেদে ক্ষমতাসীন বা সংখ্যাগরিষ্ঠ ধর্মের বিরুদ্ধে বলে।

এখন আপনি প্রশ্ন করতে পারেন,বাংলাদেশের নাস্তিকরা কেন ইসলামের বিরুদ্ধে  বলে?

এটার উত্তর খুবই সহজ। বাংলাদেশের ৯০% মানুষ যেহেতু মুসলিম তাই এদেশের নাস্তিকরা প্রায় ৯০%ক্ষেত্রেই ইসলামের বিরুদ্ধে বলে। তাছাড়া, ৯০-৯৫% নাস্তিকই মুসলিম পরিবার থেকে উঠে অাসা এবং ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে। বাকি ১০% ক্ষেত্রে অন্যান্য ১০% ধর্মের বিরুদ্ধে বলে, যদিও বাকি ১০% ধর্মের বিরুদ্ধে এদেশের ৯০% মুসলিমরা প্রতিনিয়তই বলে যাচ্ছে। তাই নাস্তিকদের তেমন বলার প্রয়োজন হয় না।

তবে বর্তমানে মুসলিম দেশগুলোতে অসংখ্য নাস্তিক ব্লগার হত্যা,জেলে খাটানো, ধর্মীয় কারণে অমুসলিম ও স্বধর্মী সম্প্রদায়ের উপর হামলা,বিশ্বব্যাপী জঙ্গি হামলা, ধর্মীয় মৌলবাদ-গোঁড়ামি, সুযোগ পেলেই মাথায় চড়ে বসা, রাষ্ট্রকে ইসলামীকরণের দাবী এসবের মাধ্যমে ইসলামকে সবচেয়ে অসহিষ্ণু ধর্ম হিসেবে প্রমাণ করেছে বলেছে বলে বর্তমানে বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে তুলনামূলক বেশি বলা হয় এবং সেই দায় মুসলিমদের।

Forhad H Fahad

Related Posts

পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব

প্রশ্ন : পরকাল না থাকলে যেসব অপরাধীদের দুনিয়াতে উপযুক্ত শাস্তি দেয়া সম্ভব হচ্ছে না তাদের বিচার কিভাবে হবে? জবাব : ১. আপাততদৃষ্টিতে যদিও আমরা ধরে নিই যে পরকাল থাকলে আসলেই অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হতো এবং খুব ভালো হতো, তার মানে কি এই যে পরকাল আছে বা পরকাল সত্য? অর্থাৎ কোনকিছু হলে বা থাকলে ভালো হতো, তার মানে তো এই নয় যে সেটা সত্য বা আছে। উদাহরণসরূপ : আপনি…

Read more

ধর্ম না থাকলে মানুষ নৈতিকতা শেখবে কোথা থেকে? 

ধরুন, একজন আধুনিক সভ্য মানুষ হিসেবে আপনার কাছে অবশ্যই যুদ্ধবন্দী নারীকে গনিমতের মাল হিসেবে বিছানায় নেয়া খুবই নিন্দনীয় কাজ বলে গণ্য হবে। কিন্তু এই কাজটি আপনার নবীজী নিজ জীবনে কয়েকবারই করেছেন, এবং অন্যদেরও করতে বলেছেন। বা ধরুন আপনি এমন কারও সাথে আপনার বোন বা কন্যাকে বিয়ে দেবেন না, যার ইতিমধ্যে তিনজন স্ত্রী আছে। আপনার বিবেক, বুদ্ধি, আধুনিক মূল্যবোধ, আধুনিক ধ্যান ধারণা আপনাকে সেইসব মধ্যযুগীয় কাজ করতে বাধা দেবে। যদিও…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest

আমাদের জাতীয় সঙ্গীত কি হিন্দু শাক্তদেবী মা-কালীকে উদ্দেশ্য করে লেখা?

আমাদের জাতীয় সঙ্গীত কি হিন্দু শাক্তদেবী মা-কালীকে উদ্দেশ্য করে লেখা?

একেই কি বলে মুক্তিযুদ্ধের চেতনা?

একেই কি বলে মুক্তিযুদ্ধের চেতনা?

কর্ণচিকিৎসা

কর্ণচিকিৎসা

তাকদীর বিষয়ক রেফারেন্স

তাকদীর বিষয়ক রেফারেন্স
কুদরত

পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব

পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব