” এই প্রকৃতিকে কে সৃষ্টি করেছে? “

” এই প্রকৃতিকে কে সৃষ্টি করেছে? “

– এই প্রশ্নটি আমাদের লাইনের কমবেশি সবাই শুনেছে। ধার্মিকরা এই প্রশ্ন কমনলি করতে চায়। এই প্রশ্ন যে ইনভ্যালিড, তা যে তারা জানে না এমন নয়, তারা এটি ইচ্ছা করেই করে স্বল্প বোঝা লোকদের বিভ্রান্ত করার জন্য।

★ আসুন আগে দেখি এই প্রশ্নের যৌক্তিকতা।

এই ধরনের প্রশ্নকে বলা হয় Loaded Question. আগে একটা বিষয়কে স্বীকার করে নিয়ে এই প্রশ্নটা করা হয়।

উদাহরণস্বরূপ : প্রশ্নঃ আপনি কি আপনার বউ পেটানো বন্ধ করেছেন?

সম্ভাব্য উত্তরঃ হ্যাঁ অথবা, না।

আপনি যদি বলেন হ্যাঁ, তাহলে এর মানে আগে বউ পেটাতেন এখন বন্ধ করেছেন।

যদি বলেন না, তাহলে আগেও+এখনো পেটান। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনি কখনোই বউ পেটান নি। এই প্রশ্নে আগেই ধরে নেওয়া হয়েছে “আপনি আগে বউ পেটাতেন”।

আমাদের আলোচ্য প্রশ্নেও ধরে নেওয়া হয়েছে ” প্রকৃতিকে কেউ না কেউ তো সৃষ্টি করেছে” – কিন্তু এই দাবি কতটুকু সত্য?

যারা এই ধরনের প্রশ্ন করে তাদের থেকে এই স্বীকার্যের সত্যতা জানতে চাই। তারা সত্য প্রমাণ করুক। তারপরেই প্রশ্নের উত্তর দেওয়া যাবে।

যদি প্রকৃতিকে কেউ সৃষ্টি করে থাকে, তাহলে এই প্রশ্নও আসবে তাকে কে সৃষ্টি করেছে? আবার তাকে কে সৃষ্টি করেছে?

এরকমভাবে এই প্রশ্ন অতীতে ইনফাইনিটিতে চলতে থাকবে।

তাহলে আপনার অস্তিত্ব কীভাবে আসলো? আপনি কী করে আমার ব্লগ পড়ছেন? আপনি তো তাহলে ইনফাইনিটিতে অবস্থান করছেন! আপনার প্রত্যক্ষ সৃষ্টিকর্তা পরোক্ষভাবে ইনিফাইনিটি লেভেলের সৃষ্টিকর্তার থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে আপনাকে অস্তিত্বে এনেছে!!

আদৌ কি এটি সম্ভব?

আপনার অস্তিত্বই ‘ প্রকৃতিকে কেউ সৃষ্টি করেছে’ এই ধারণাকে অস্বীকার করে।

★ মনে করি, প্রকৃতিকে “X” নামক একজন সত্তা সৃষ্টি করেছেন। (এবার ইনিফাইনিটির দিকে না গিয়ে চেষ্টা করবো)।

প্রকৃতি এবং X এর শক্তির তুলনা করা যাক।

সম্ভাব্য তুলনা সমূহঃ

১. প্রকৃতির  থেকে X বেশি শক্তিশালী।

২. X এর থেকে প্রকৃতির শক্তি বেশি।

এগুলো বিবেচনা করে দেখা যাক।

প্রথম ধারণাটি সঠিক না।

কারণ, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্রকৃতির শক্তি, অথচ আল্লাহর কোন ক্ষমতা নেই, সে তার ঘরও রক্ষা করতে পারে না।

২য় ধারণাটি সঠিক, কিন্তু এই ধারণার উপর ভিত্তি করে প্রকৃতির  স্রষ্টা X হতে পারে না।

কারণ এখানে X প্রকৃতির  মধ্যে থাকা অতিরিক্ত ধরণের শক্তিটা পেলো কোথা থেকে দেওয়ার জন্য? যদি কোনোভাবে (অসম্ভব) দিয়েও দেয়, এর মাধ্যমে তো X তার স্রষ্টাত্ব হারালো! X কি তাহলে বুদ্ধিহীন?

অতএব বলা যায়, X অবাস্তব। X থাকতে পারে না। প্রকৃতির কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না।

★ যখন অবিশ্বাসীরা বলে প্রকৃতির কোন সৃষ্টি বা ধ্বংস নেই, আছে শুধু রূপান্তর। পদার্থের অবস্থার পরিবর্তন হয় কিন্তু ধ্বংস বা বিলুপ্ত নয়। তখনই বিশ্বাসীরা মানে না, অথচ তারাই আবার বলে অস্তিত্বহীন আল্লাহর নাকি সৃষ্টি বা ধ্বংস নেই। 

★ উত্তম প্রশ্ন জ্ঞানের অর্ধেক।

পুনশ্চঃ অস্তিত্বহীন এবং প্রমাণহীন   আল্লাহর ক্ষেত্রে যে যুক্তিগুলো খাটান সেগুলো অস্তিত্বময় এবং প্রমাণিত প্রকৃতির পেছনে খাটান। তাহলেই সমস্যা সুন্দর, যৌক্তিক এবং বাস্তবিক সমাধান হবে।

অস্তিত্বময় প্রকৃতিকে মেনে না নিয়ে অস্তিত্বহীন, ক্ষমতাহীন, প্রমাণহীন ওসব X বা Xদের কল্পনায় না আনলেই হয়।

Related Posts

পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব

প্রশ্ন : পরকাল না থাকলে যেসব অপরাধীদের দুনিয়াতে উপযুক্ত শাস্তি দেয়া সম্ভব হচ্ছে না তাদের বিচার কিভাবে হবে? জবাব : ১. আপাততদৃষ্টিতে যদিও আমরা ধরে নিই যে পরকাল থাকলে আসলেই অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হতো এবং খুব ভালো হতো, তার মানে কি এই যে পরকাল আছে বা পরকাল সত্য? অর্থাৎ কোনকিছু হলে বা থাকলে ভালো হতো, তার মানে তো এই নয় যে সেটা সত্য বা আছে। উদাহরণসরূপ : আপনি…

Read more

ধর্ম না থাকলে মানুষ নৈতিকতা শেখবে কোথা থেকে? 

ধরুন, একজন আধুনিক সভ্য মানুষ হিসেবে আপনার কাছে অবশ্যই যুদ্ধবন্দী নারীকে গনিমতের মাল হিসেবে বিছানায় নেয়া খুবই নিন্দনীয় কাজ বলে গণ্য হবে। কিন্তু এই কাজটি আপনার নবীজী নিজ জীবনে কয়েকবারই করেছেন, এবং অন্যদেরও করতে বলেছেন। বা ধরুন আপনি এমন কারও সাথে আপনার বোন বা কন্যাকে বিয়ে দেবেন না, যার ইতিমধ্যে তিনজন স্ত্রী আছে। আপনার বিবেক, বুদ্ধি, আধুনিক মূল্যবোধ, আধুনিক ধ্যান ধারণা আপনাকে সেইসব মধ্যযুগীয় কাজ করতে বাধা দেবে। যদিও…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest

আমাদের জাতীয় সঙ্গীত কি হিন্দু শাক্তদেবী মা-কালীকে উদ্দেশ্য করে লেখা?

আমাদের জাতীয় সঙ্গীত কি হিন্দু শাক্তদেবী মা-কালীকে উদ্দেশ্য করে লেখা?

একেই কি বলে মুক্তিযুদ্ধের চেতনা?

একেই কি বলে মুক্তিযুদ্ধের চেতনা?

কর্ণচিকিৎসা

কর্ণচিকিৎসা

তাকদীর বিষয়ক রেফারেন্স

তাকদীর বিষয়ক রেফারেন্স
কুদরত

পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব

পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব