এদেশের মুসলিমদের বহুল জিজ্ঞেসিত প্রশ্ন
উত্তর: প্রশ্নটিই ভুল। কারণ নাস্তিকরা সব ধর্মের বিরুদ্ধেই বলে। যেমন: ভারতের নাস্তিকরা হিন্দু ধর্মের, ইউরোপের নাস্তিকরা খ্রিস্টান ধর্মের এবং ইসরায়েলের নাস্তিকরা ইহুদি ধর্মের বিরুদ্ধেই বেশি বলে, অর্থাৎ নাস্তিকরা সর্বদা স্থানভেদে ক্ষমতাসীন বা সংখ্যাগরিষ্ঠ ধর্মের বিরুদ্ধে বলে।
এখন আপনি প্রশ্ন করতে পারেন,বাংলাদেশের নাস্তিকরা কেন ইসলামের বিরুদ্ধে বলে?
এটার উত্তর খুবই সহজ। বাংলাদেশের ৯০% মানুষ যেহেতু মুসলিম তাই এদেশের নাস্তিকরা প্রায় ৯০%ক্ষেত্রেই ইসলামের বিরুদ্ধে বলে। তাছাড়া, ৯০-৯৫% নাস্তিকই মুসলিম পরিবার থেকে উঠে অাসা এবং ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে। বাকি ১০% ক্ষেত্রে অন্যান্য ১০% ধর্মের বিরুদ্ধে বলে, যদিও বাকি ১০% ধর্মের বিরুদ্ধে এদেশের ৯০% মুসলিমরা প্রতিনিয়তই বলে যাচ্ছে। তাই নাস্তিকদের তেমন বলার প্রয়োজন হয় না।
তবে বর্তমানে মুসলিম দেশগুলোতে অসংখ্য নাস্তিক ব্লগার হত্যা,জেলে খাটানো, ধর্মীয় কারণে অমুসলিম ও স্বধর্মী সম্প্রদায়ের উপর হামলা,বিশ্বব্যাপী জঙ্গি হামলা, ধর্মীয় মৌলবাদ-গোঁড়ামি, সুযোগ পেলেই মাথায় চড়ে বসা, রাষ্ট্রকে ইসলামীকরণের দাবী এসবের মাধ্যমে ইসলামকে সবচেয়ে অসহিষ্ণু ধর্ম হিসেবে প্রমাণ করেছে বলেছে বলে বর্তমানে বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে তুলনামূলক বেশি বলা হয় এবং সেই দায় মুসলিমদের।