নারীর পর্দা কি আসলেই সমস্যার সমাধান ?

নারীর অভাবে কওমি মাদ্রাসা এবং এমন বিভিন্ন পরিবেশে সমকামী নয় এমন পুরুষ বা ছেলেরাও ছেলেদের মেয়ে হিসেবে কল্পনা করে সমলিঙ্গের প্রতি সিডিউসড হয়, ছেলেদের মেয়ে হিসেবে কল্পনা করে প্রেম,সেক্স, বলাৎকার সবই চলে, যেভাবে তারা নারীর অভাবে কোলবালিশকেও বা নারী হিসেবে কল্পনা করে। আর তোমরা ভাবছো সবাই বোরকা পরলে তারা আর সিডিউসড হবে না?

( আমি চ্যালেঞ্জ দিলাম। আপনাদের অনেকের হয়তো অভিজ্ঞতা নেই, কিন্তু আমার সব ধরনের পরিবেশ পরিস্থিতির অভিজ্ঞতা রয়েছে। আমি এমন মাদ্রায়ও ছিলাম যেখানে মাদ্রাসার বিশাল এরিয়ার মধ্যেও কোন নারী দেখতে পাবেন না। মাসখানেক সময় আপনার বাহিরের কোন বাজারেও যেতে হবে না। অর্থাৎ মাসের পর মাস নারী না দেখেই কাটিয়ে দেয়া যায়।

এখানে শুধু বলাৎকারই হতো না, বরং ছেলেরা একে অপরের সাথে প্রেম করতো ওই ছেলেকে মেয়ে হিসেবে কল্পনা করে, বিশেষভাবে সুন্দর চেহারা এবং দাড়ি উঠেনি এমন ছেলেদের চাহিদা সবচেয়ে বেশি ছিলো।)

( আবার এমন পরিবেশেও দীর্ঘসময় ছিলাম যেখানে আপনি মাসের পর মাস বোরকা নিকাব ছাড়া কোন নারী দেখতে পাবেন না। সেখানে ওই ছেলেদের কাছে শুধু চোখ খোলা রাখা মেয়েদের দেখে উলঙ্গ মনে হতো এবং এদের দেখে সিডিউসড হতো এবং অনেকে চোখ ঢাকা নারীদের দেখেও সিডিউসড হতো।

এখানে পাশেই মাদ্রাসার বোরকাওয়ালী মেয়েদের আনাগোনা থাকায় ছেলে ছেলে প্রেম, সেক্স এবং বলাৎকার কম হতো )

সুতরাং, এখন তারা বোরকাহীন ছোট পোশাকে দেখে যেমন সিডিউসড হয়, তখন বোরকা পরিহিতদের দেখেও তেমনই সিডিউসড হবে৷ এখন বোরকাহীনদের কারণে বোরকা পরিহিদের প্রতি সিডিউসড কম হয় বা হয় না, তাই বলা যায় যে বোরকাহীন এবং ছোট পোশাক পরিহিতদের কারণে বোরকাধারীরা তুলনামূলক নিরাপদ।

এবার একটু ঠান্ডা মাথায় গবেষণা করুন। আপনারা যেই পোশাক বা নারীহীন পরিবেশকে সমাধান মনে করেন সেটা তো সমাধান নয়ই, আর বড় বিপদ ডেকে আনছেন। মাঝখান দিয়ে শুধু শুধু নারীদের পোশাকের বোঝা টানতে হচ্ছে এমনভাবে, যেন তারা বস্তু।

কিন্তু আপনাদের তো বুঝতে হবে যে বস্তুর কোন অনূভুতি বা ইচ্ছেশক্তি নেই। তাই এটাকে বস্তাবন্দি করলে কোন সমস্যা নেই, কিন্তু নারী তো মানুষ তার তো প্রাণ, অনুভূতি, ইচ্ছেশক্তি বা স্বাধীনতা বলতে কিছু একটা আছে। তবুও যদি এমন হতো যে তাদের ঘরে ঢুকিয়ে বা বস্তাবন্দি করে কোন লাভ হতো তাহলে এক কথা ছিলো।

এই যে আফগানের নারীদের কঠোর পর্দা করানোর ফলাফল কি? ওখানে পুরোপুরি দাঁড়ি না সব সুন্দর ছেলেরা অনিরাপদ। ওসব ছেলেদের ওখানে নর্তকী এবং পতিতার মতো ইউজ করা হয়। বাচ্চা মেয়েরা অনিরাপদ। এখন কি আপনারা কুরআন হাদিসের বিরোধিতা করে সুন্দর ছেলে এবং শিশুদেরও বোরকা পরাবেন? তখন তুলনামূলক কম সুন্দর ছেলেদের প্রতি আকৃষ্ট হবে।

সুতরাং, ছেলেদের নিজেকে কন্ট্রোল করার শিক্ষা দেয়া, হস্তমৈথুন সম্পর্কে মিথ্যা ধারণা দূর করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং উভয় সম্মতিতে সেক্সকে স্বাভাবিক করাই তুলনা সবচেয়ে ভালো সমাধান বলে আমি মনে করি।

বি: দ্র: সমকাম ২ প্রকার। একটা হলো প্রাকৃতিকভাবেই সমকামী এবং তারা সমলিঙ্গের লোককে সমলিঙ্গ ভেবেই প্রেম করে, তারা প্রকৃত সমকামী। আরেকটা আছে নারীর অভাব এবং দূর্লভতার কারণে বিষমকামী হওয়া সত্ত্বেও একটা ছেলেকে মেয়ে হিসেবে কল্পনা করে তার সাথে প্রেম সেক্স এসব করে। যেভাবে মানুষ বিষমকামী হওয়া সত্ত্বেও কোলবালিশ বা হাতকে নারী হিসেবে কল্পনা করে যৌনতার জন্য ব্যবহার করে, একইভাবে অনেক বিষমকামীরা নারীর অভাবে পুরুষকে নারী হিসেবে কল্পনা করে যৌনচাহিদা মিটিয়ে থা

  • Forhad H Fahad

    Related Posts

    রুমডেট পর্ব -১

    প্রেম হওয়ার ৬ মাসের মাথায় প্রথমবারের মতো রুমডেটিংয়ে এসে আরিফ এবং ফারহানা পরস্পরকে খুব নিবিড়বন্ধনে জড়িয়ে শুয়ে আছে। বাইরে বৃষ্টি। মাঝেমধ্যে বজ্রপাতের শিহরণ। আরিফ তার খোলা বুক দিয়ে অনুভব করছে ফারহানার হৃদয়কম্পন। এমন সময় আরিফ ফারহানাকে জিজ্ঞেস করে : জান, তুমি কী দেখে আমাকে এত ভালোবাসলে? আমার মধ্যে কীএমন পেয়েছ? ফারহানা ফিসফিস করে উত্তর দেয় : ‘সোনাপাখী তোমার মধ্যে আমি যা পেয়েছি তা হলো—উত্তম চরিত্র। তুমি পাঁচওয়াক্ত নামাজ পড়ো।…

    Read more

    হজ্জ ও বিবিধ প্রসঙ্গ

    “মক্কা গিয়ে হজ্জ করিয়ে খরচ করলি যে টাকা সে টাকা গরীবকে দিলে গরীব আর থাকে কেডা,তর ঘরের ধন খা পরে পরে দেশের লোক না খাইয়া মরে সত্যি কথা কথা বললে পরে দেশে থাকতে দিবি না।”  মাতাল রাজ্জাক! প্রত্যেক ধনবান নারী পুরুষের জন্য একবার হজ্জে যাওয়া ফরজ। এখানে ধনবান শব্দটা দিয়ে এটাই নির্দেশ করে যে কিছু মানুষের সামর্থ্য থাকবে না, অর্থাৎ, দুনিয়া নামক পরীক্ষার হলে তিনিই বৈষম্যটা শুরু করেছেন। হজ্জ…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest

    আমাদের জাতীয় সঙ্গীত কি হিন্দু শাক্তদেবী মা-কালীকে উদ্দেশ্য করে লেখা?

    আমাদের জাতীয় সঙ্গীত কি হিন্দু শাক্তদেবী মা-কালীকে উদ্দেশ্য করে লেখা?

    একেই কি বলে মুক্তিযুদ্ধের চেতনা?

    একেই কি বলে মুক্তিযুদ্ধের চেতনা?

    কর্ণচিকিৎসা

    কর্ণচিকিৎসা

    তাকদীর বিষয়ক রেফারেন্স

    তাকদীর বিষয়ক রেফারেন্স
    কুদরত

    পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব

    পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব