সুদ ও যাকাতের দুষ্টচক্র:

সুদকে ইসলামে হারাম করেছে। বলছে সুদ হাওয়া আর পায়খানা খাওয়া এক সমান। এখন প্রশ্ন হলো আধুনিক বিশ্বে সুদ ছাড়া চলতে পারবে এমন দেশ ও কি আছে?যদি থাকে তবে কিভাবে? পারবে না! তার মানে তাদের জীবন বিধানের ফাঁক আছে। সুদ হারাম বিষয়টা ও কেমন জানি বেখাপ্পা লাগে। কারন আমরা এখন দেখি বেশির ভাগ মানুষ ব্যাংকে টাকা রাখে, আর ব্যাংক সুদের ব্যবসা করে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুসিলমরা সুদের সাথে জড়িত। 

এখন অনেকে ইনিয়ে বিনিয়ে বলবেন সুদের হার কমিয়ে দিয়ে এই সেই,আপনার ক্যাসেট বন্ধ করুন। হারাম মানে হারাম। সেটা হোক ১ ভাগ অথবা ৩০ ভাগ। তা না হলে হালাল করে নিন। তাও ভন্ডামী থেকে বাচবেন। 

যাকাত হলো আরেকটা ধূর্তামি। যাকাতের মাধ্যমে যদি অর্থনীতি পরিবর্তন হত তবে ইসলামিক দেশগুলো গরীব থাকত। গরীবরা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে যাবে, সান্ত্বনা। গরীবদের শোষন করার জন্য এর চেয়ে ভালো কোন টুটকা আছে নাকি। দুনিয়া ডালভাত খাস কি হয়ছে, জান্নাতে ৫০০ বছর আগ থেকে হুর মদ খাবি। নগদ ছেড়ে বাকির লোভ। 

**সুদ (রিবা) হারাম সম্পর্কিত কুরআন ও হাদিসের উল্লেখ:**

### কুরআন

কুরআনে সুদকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে এবং এর চর্চা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একটি উল্লেখযোগ্য আয়াত হলো:

**“আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন।”**  

— *সুরা আল-বাকারাহ, আয়াত ২৭৬*

আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন:

**“যারা সুদ খায়, তারা কিয়ামতের দিন দন্ডায়মান হবে না, এমনভাবে দন্ডায়মান হবে না যে যেমন দাঁড়ায় সে ব্যক্তি, যাকে শয়তান আসক্তির মাধ্যমে প্রলুব্ধ করেছে। এটা এই কারণে যে তারা বলে, ‘বেচাকেনা তো সুদের মতোই।’ অথচ আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।”**  

— *সুরা আল-বাকারাহ, আয়াত ২৭৫*

### হাদিস

হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুদের বিষয়টি নিয়ে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন। একটি হাদিসে বর্ণিত আছে:

**“রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লিখক এবং এর সাক্ষীদের ওপর অভিশাপ দিয়েছেন এবং বলেছেন, এদের সবাই সমান অপরাধী।”**  

— *মুসলিম শরীফ, হাদিস নম্বর ১৫৯৮*

এখন আপনি ই বলুন প্রতিনিয়ত আপনি সুদের সাথে সম্পর্কিত থেকে কিভাবে নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করবেন। আর যাকাতের মাধ্যমে দেশ পাল্টালে মুসলিম দেশগুলো গরীব থাকত না৷ 

  • Related Posts

    রুমডেট পর্ব -১

    প্রেম হওয়ার ৬ মাসের মাথায় প্রথমবারের মতো রুমডেটিংয়ে এসে আরিফ এবং ফারহানা পরস্পরকে খুব নিবিড়বন্ধনে জড়িয়ে শুয়ে আছে। বাইরে বৃষ্টি। মাঝেমধ্যে বজ্রপাতের শিহরণ। আরিফ তার খোলা বুক দিয়ে অনুভব করছে ফারহানার হৃদয়কম্পন। এমন সময় আরিফ ফারহানাকে জিজ্ঞেস করে : জান, তুমি কী দেখে আমাকে এত ভালোবাসলে? আমার মধ্যে কীএমন পেয়েছ? ফারহানা ফিসফিস করে উত্তর দেয় : ‘সোনাপাখী তোমার মধ্যে আমি যা পেয়েছি তা হলো—উত্তম চরিত্র। তুমি পাঁচওয়াক্ত নামাজ পড়ো।…

    Read more

    হজ্জ ও বিবিধ প্রসঙ্গ

    “মক্কা গিয়ে হজ্জ করিয়ে খরচ করলি যে টাকা সে টাকা গরীবকে দিলে গরীব আর থাকে কেডা,তর ঘরের ধন খা পরে পরে দেশের লোক না খাইয়া মরে সত্যি কথা কথা বললে পরে দেশে থাকতে দিবি না।”  মাতাল রাজ্জাক! প্রত্যেক ধনবান নারী পুরুষের জন্য একবার হজ্জে যাওয়া ফরজ। এখানে ধনবান শব্দটা দিয়ে এটাই নির্দেশ করে যে কিছু মানুষের সামর্থ্য থাকবে না, অর্থাৎ, দুনিয়া নামক পরীক্ষার হলে তিনিই বৈষম্যটা শুরু করেছেন। হজ্জ…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Latest

    আমাদের জাতীয় সঙ্গীত কি হিন্দু শাক্তদেবী মা-কালীকে উদ্দেশ্য করে লেখা?

    আমাদের জাতীয় সঙ্গীত কি হিন্দু শাক্তদেবী মা-কালীকে উদ্দেশ্য করে লেখা?

    একেই কি বলে মুক্তিযুদ্ধের চেতনা?

    একেই কি বলে মুক্তিযুদ্ধের চেতনা?

    কর্ণচিকিৎসা

    কর্ণচিকিৎসা

    তাকদীর বিষয়ক রেফারেন্স

    তাকদীর বিষয়ক রেফারেন্স
    কুদরত

    পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব

    পরকাল নিয়ে মুমিনদের বহুল জিজ্ঞেসিত প্রশ্নের জবাব